Khoborerchokh logo

পীরগঞ্জে মতবিনিময় সভা 502 0

Khoborerchokh logo

খবরের সময় ডেস্ক


পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
আমরা কারো বিপক্ষে নই;আমরা সত্যের পক্ষে-এই   শ্লোগান নিয়ে রংপুরের পীরগঞ্জে গত ১  ফেব্রুয়ারি রাত ৮টায় বিভিন্ন দপ্তরে নানা অনিয়ম,দূর্ণীতি,মদ-জুয়াসহ সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে এবং হাসপাতাল, থানা,ভুমি অফিসসহ সকল দপ্তর দালাল মুক্তের দাবীতে সংবাদকর্মী আলহাজ সর্দার নুরুন্নবী রবু এর সভাপতিত্বে এবং সংবাদকর্মী  সেবু  মোস্তাফিজের সঞ্চালনায় স্থানীয় সরকারী শাহ আব্দুর রউফ কলেজের হলরুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় আগামী ৮ফেব্রুয়ারি শনিবার একই  বিষয়ে এক সূধী সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়।
ওই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন এ্যাড. কাজী লুমুম্বা লুমু,এ্যাড. আবু সুফিয়ান হিরু,সংবাদকর্মী শাহ সাদা, আকতারুজ্জামান রানা,নজরুল সর্দার,করিম সরকার,মানবিধারকর্মী মাহমুদুর রহমান ডলার,ইউপি সদস্য শফিকুল ইসলাম,শামীম মিয়া এবং প্রভাষক রাশেদুল হাসান রিপনসহ আরও অনেকে।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com